Skip to main content

Posts

দেওয়ানি মামলা চলাকালে দখলের হুমকির ক্ষেত্রে ১৪৬ ধারার প্রতিকার না চাওয়া

 দেওয়ানি মামলা চলাকালে দখলের হুমকির ক্ষেত্রে ১৪৬ ধারার প্রতিকার না চাওয়া একই পদের মধ্যে দেওয়ানি মামলা বিচারাধীন অবস্থায় সিআরপিসির ১৪৬ ধারার মামলা করাকে যথাযথ বলা যায় না। দেওয়ানি মামলার কোন পক্ষকে যদি তার বিষয়ে হুমকি দেয়া হয় তবে তিনি দেওয়ানি আদালতের কাছ থেকে প্রতিকার চাইতে পারেন। সেই প্রতিকার ফৌজদারি আদালতের কাছ থেকে চাওয়া উচিত নয়, কারণ জমি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে দেওয়ানি আদালত চূড়ান্ত নির্ধারক। [সিরাজুল ইসলাম বনাম ফজলুল হক, ৪৭ ডিএলআর (১৯৯৫) ৪৮০ ]

দেনমোহরের পরিবর্তে হেবাবিল এওয়াজ

 দেনমোহরের পরিবর্তে হেবাবিল এওয়াজ ইসলাম ধর্মাবলম্বী কোনো ব্যক্তি তার বিবাহের দেন-মোহর বাবদ অপরিশোধিত অর্থের পরিবর্তে স্বীয় মালিকানাধীন কোন সম্পত্তি, তার স্ত্রী বরাবর দান করলে, তাকে দেন-মোহরের পরিবর্তে হেবাবিল এওয়াজ বলে। এরূপ দলিলে হেবা অর্থাৎ দান শব্দটি ব্যবহৃত হলেও রিগ্য প্রকৃতপক্ষে এটি দান নয়, কারণ উক্ত দলিলে দেন-মোহরের অর্থ দলিলের পণ মূল্য হিসাবে নির্ধারিত হয়েছে সমপরিমাণ মাটির দান বিধায় এটি কবলা দলিল হিসাবে বিবেচিত হয়

আপনার জমির খতিয়ান বা রেকর্ড অন্যের নামে হয়ে গেলে

  সাধারনত খাজনা আদায়ের উদ্দেশ্য সরকার সারাদেশে জরিপ করে থাকে। খতিয়ান হচ্ছে প্রাথমিকভাবে দখলের প্রামাণ্য দলিল, মালিকানার দলিল নয়। খতিয়ান একটি সরকারি দলিল, কাজেই ভূমি হস্তান্তর, খাজনা/রাজস্ব আদায়সহ অন্যান্য ক্ষেত্রে এটি বেশ গুরুত্বপূর্ণ দলিল। তাই খতিয়ানে ভুল হলে তা সংশোধন করা বাধ্যতামূলক। জরিপ চলাকালিন সময়ে খতিয়ানে কোন ভুল ধরা পরলে তখন সেটেলমেন্ট অফিসারের নিকট ৩০ ধারা / ৩১ ধারায় আপিল করে খুব সহজেই ভুলগুলো সংশোধন করে নেওয়া যায়। কিন্তু যদি এই সময়ের মধ্যে ভুলগুলো সংশোধন করা না হয় এবং চূড়ান্ত খতিয়ান প্রকাশিত হয়ে যায়, তবে উক্ত খতিয়ান সংশোধনের ক্ষমতা আর সেটেলমেন্ট অফিসারের থাকে না তখন এই খতিয়ান সংশোধন করতে হয় কোর্টে মামলা করে। তবে চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়ে গেলেও কিছু কিছু ক্ষেত্রে সেটেলমেন্ট অফিসার রেকর্ড সংশোধন করতে পারে, যেমন উক্ত ভুলগুলো যদি হয় শুধুমাত্র কারণিক ভুল বা প্রিন্টিং –এ ভুল সেক্ষেত্রে এ ধরনের সামান্য ভুল গুলো অবশ্য সেটেলমেন্ট অফিসার সংশোধন করতে পারে, তবে অন্যান্য সকল প্রকারের ভুল সংশোধনের ক্ষমতা একমাত্র কোর্টের। খতিয়ান সংশোধন করতে কি কি কাগজপত্র লাগব...

কখন পুলিশ কোনো সাক্ষীকে গ্রেফতার করতে পারে

  আদালত হতে ফৌজদারি কার্যবিধি ১৭০ ধারা মতে সমন প্রাপ্তির পর কোন সাক্ষী আদালতে হাজির হতে অস্বীকার করলে অথবা হাজির হবার নিমিত্তে মুচলেকা দিতে অস্বীকার করলে থানার অফিসার ইনচার্জ বা তার নিয়োজিত কোনো তার নিয়োজিত কোনো পুলিশ অফিসার সেই সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নিমিত্তে মুচলেকা প্রদান না করা পর্যন্ত আটক রাখার জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। গ্রেফতারকৃত সাক্ষীকে যথানিয়মে আদালতে চালান করতে হবে। পুলিশকে এই কাজটি আদালতের সুবিচার স্বার্থেই করতে হয়। [ ফৌজদারি কার্যবিধি ১৭১ ধারা দ্রষ্টব্য ] Afzal hosen Mandal Apprentice lawyer Narsingdi judge court. Mobile 01726634656 Stipu93@gmail.com@gmail.com

তালাকের পর সন্তান কার?

  মুসলিম আইন অনুযায়ী, বাবা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আইনগত অভিভাবক, আর মা হচ্ছেন- সন্তানের জিম্মাদার। বিচ্ছেদ হলেও মা তার সন্তানের তত্ত্বাবধান করার ক্ষমতা হারান না। ছেলের ক্ষেত্রে সাত বছর বয়স পর্যন্ত এবং মেয়ে সন্তানের বয়ঃসন্ধি বয়স পর্যন্ত মা তাদের নিজের কাছে রাখতে পারবেন। যদি আদালতের কাছে প্রতীয়মান হয় যে, সন্তান মায়ের হেফাজতে থাকলে তার শারীরিক ও মানসিক বিকাশ স্বাভাবিক হবে, সন্তানের কল্যাণ হবে এবং স্বার্থ রক্ষা পাবে সেক্ষেত্রে আদালত মাকে ওই বয়সের পরেও সন্তানের জিম্মাদার নিয়োগ করতে পারেন। তবে মা যদি দ্বিতীয় বিয়ে করেন, তাহলে সন্তানকে নিজের হেফাজতে রাখার ক্ষমতা হারাতে হতে পারে। মায়ের অগোচরে যদি বাবা জোরপূর্বক সন্তানকে নিজের হেফাজতে গ্রহণ করেন, সে ক্ষেত্রে বাবার বিরুদ্ধে অপহরণের মামলা পর্যন্ত দায়ের করা যাবে। আদালত প্রয়োজন বোধ করলে সন্তানকে আলাদা করে বিচারক নিজের কাছে নিয়ে তার মতামত জেনে নিতে পারেন। আবার মা-বাবা পর্যায়ক্রমে সন্তানকে কাছে রাখা কিংবা একজনের কাছে থাকলে অন্যজনকে দেখা করার অনুমতিও দিয়ে থাকেন। পারিবারিক আদালতে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সন্তানকে কাছে রাখার ব্যাপারে সিদ্ধান্ত ...

Imported post: Facebook Post: 2022-07-25T01:10:02

Alhamdulillah 7 th Convocation 2022 Uttara Unversity 24.07.2022

শ্রীলঙ্কার বিপর্যয়ে এ দেশের কোনো মহলের মধ্যে চাপা উল্লাস দেখে আমি প্রথমে অবাক হয়ে যাই।

চরম অর্থনৈতিক বিপর্যয়ে শ্রীলঙ্কা। প্রতিদিনই গণমাধ্যমে দেশটির নানা দুরবস্থার কথা প্রচারিত হচ্ছে। একটি দেশের মানুষের কষ্ট কোনোভাবেই কাম্য নয়। কিন্তু শ্রীলঙ্কার বিপর্যয়ে এ দেশের কোনো মহলের মধ্যে চাপা উল্লাস দেখে আমি প্রথমে অবাক হয়ে যাই। কেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে বেশি দূর যাওয়ার দরকার হয় না। একশ্রেণির সুশীল ও পণ্ডিতের মধ্যে শ্রীলঙ্কা চর্চা শুরু হয়েছে প্রচণ্ড উত্তেজনা নিয়ে। শ্রীলঙ্কার ঘটনা যেন বিএনপির মরা গাঙে জোয়ার এনেছে। ‘বাংলাদেশ শ্রীলঙ্কার পথেই এগোচ্ছে।’ ঋণ করে ঘি খেলে কী হয় তার ফিরিস্তি দিচ্ছেন প্রতিদিনই কেউ কেউ। অপ্রয়োজনীয় মেগা প্রকল্প দেশের জন্য কী সর্বনাশ ডেকে আনে শ্রীলঙ্কা তার উদাহরণ। এমন উদাহরণ দিয়েই তারা বাংলাদেশকে সতর্ক করেছেন। কেউ কেউ বাংলাদেশের পরিস্থিতিও শ্রীলঙ্কার মতো হতে পারে মন্তব্য করে মুচকি হাসছেন। শ্রীলঙ্কার ঘটনার পর কেউ কেউ ধরেই নিয়েছেন শিগগিরই বাংলাদেশের পরিস্থিতি এ রকম হতে যাচ্ছে। যারা এ ধরনের মন্তব্য করছেন তাদের মধ্যে কারও আতঙ্ক দেখছি না, দেখছি এক ধরনের বুনো আনন্দ। বাংলাদেশ সরকার বিপদে পড়বে, এ স্বপ্নে কারও কারও যেন ঘুম নেই। ১৩ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকার ...

আকাশে পাখি বা পানিতে মাছের ঝাঁক দেখলে অসাধারণ বিন্যাস চোখে পড়ে৷

বৃষ্টিভেজা বিকেলে ব্রহ্মপুত্র নদীতে নৌকায়।ধাঁধার চরের পাশে নদীর এক জায়গায় পোঁতা বাঁশের ওপর বসে ছিল সোনালি ডানাএকটি চিল। আকাশেও উড়ছে এ রকম দু-চারটি পাখি। কোনো কোনোটা বয়সে তরুণ, এখনো রং ফোটেনি। পাখিগুলোকে দেখে কবি জীবনান্দ দাশের ‘হায় চিল’ কবিতাটি মনে পড়ে গেল— ‘হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে! তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে! পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে; আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!’

বাংলাদেশে সর্বাধিক বেতনের চাকুরীগুলো কী কী?

সরকারি pay scale অনুসারে,  "সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ কতটা বেতন হতে পারে, কোন চাকরি কত-তম গ্রেড, কে কতটা সুযোগ-সুবিধা পান। এসব আলোচনা করার চেষ্টা করব। " নিচের পিকচারটা লক্ষ্য করুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  ৮ম পে স্কেল  অনুসারে, সরকারি চাকরিতে যারা কর্মরত আছেন তারা এই পে স্কেল অনুযায়ী বেতন পান। Class-8/SSC  এগুলো দ্বারা বুঝানো হয়েছেঃ যেসব সরকারি চাকরির যোগ্যতা class-8/ SSC চাওয়া হবে তাদের বেতন এই স্কেলে হবে। যেসব জায়গায় ফুল স্টপ(.) দেওয়া, এর মানে হলোঃ এইসব গ্রেডে ডাইরেক্টলি নিয়োগ দেওয়া হয় না। এই পোস্টগুলা প্রমোশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সব  চাকরিকে   ২০ টা গ্রেডে  বিভক্ত করেছে। এগুলো একনজর দেখে নেই। ১ম গ্রেড থেকে ২০ পর্যন্ত। এখন, আমরা আরো জানবোঃ যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত তারা বাড়ি ভাড়াবাবদ বেতনের কত পার্সেন্টেজ পান। নিচের পিকচারটি লক্ষ্য করুন। ডট(.) এর মানে হলো, উপরের সুযোগ সুবিধা নিচেও প্রযোজ্য। এছাড়াও সরকার আরো বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে। ধন্যবাদ।

দেড় ডিগ্রি বনাম দুই ডিগ্রি সেলসিয়াস

কয়েক মাস আগের কথা। আমেরিকা থেকে ফিরছি দোহা এয়ারপোর্টে যাত্রা বিরতিকালে পরিচয় হলো বাংলাদেশি একজন ব্যবসায়ীর সঙ্গে। তিনি বাংলাদেশের একটি বেসরকারি এয়ারলাইনসের মালিক। এয়ারপোর্ট লাউঞ্জে আমাকে নিয়ে ঢুকে দেশের অবস্থা নিয়ে আলাপ করলেন। আমিআইনের শাসন বিষয়ে সমালোচনা করলাম। তিনি চুপচাপ শুনলেন। শেষে সরকারের উন্নয়নকাজের প্রশংসা করলেন।ঢাকাগামী ফ্লাইটে যখন  উঠতে যাব, হন্তদন্ত করে আমার হাতে একটা বই তুলে দিলেন। হোমো ডিউস: আ ব্রিফ হিস্ট্রি অব টুমোরো। মানে, মানুষ দেবতা: আগামীর সংক্ষিপ্ত ইতিহাস। অক্সফোর্ড থেকে পিএইচডি করা অধ্যাপক ইয়োভাল নোয়া হারারির বই। সেই বই পড়ে মুগ্ধ হলাম। তাঁর আরও বিখ্যাত বই সেপিয়েনস: আ ব্রিফ হিস্ট্রি অব হিউম্যানকাইন্ড সংগ্রহ করে পড়ে ফেলি এক নিশ্বাসে। প্রথমে সেপিয়েনসের কথা বলি। এর শুরুটা যে কাউকে চমকে দেওয়ার মতো। সংক্ষেপে অনুবাদ করলে তা এমন: সাড়ে তেরো শ কোটি বছর আগে: মহাজগতের সূচনা। সাড়ে চার শ কোটি বছর আগে: পৃথিবী নামক গ্রহের গঠন শুরু। দুই লাখ বছর আগে: হোমো সেপিয়েনস, (মানে আমাদের মানবগোষ্ঠীর) সূচনা। ৩০ হাজার থেকে ১৩ হাজার বছর আগে: হোমো সেপিয়েনসদের হাতে এবং অন্যান্য কারণে বাদবাকি মান...

'হ্যাশ ট্যাগ' কেন ও কোথায় ব্যবহৃত হয় এবং ভুলভাল ব্যবহারের সমস্যা

  'হ্যাশ ট্যাগ' কি ? '#' বর্গাকার এক চিহ্নটির নাম ''হ্যাশ"। আর 'ট্যাগ' ? Price Tag বা Name Tag এর সাথে নিশ্চই সবার পরিচয় আছে। দোকানে নতুন জামা-কাপড়ের সাথে মুল্য লেখা যে একটুকরা কাগজ থাকে তা হল Price Tag । আর Name Tag দেখা যায় গবেষনাগারে বা ক্লিনিকে কোন স্যাম্পল এর গায়ে।মোদ্দাকথা, কোনকিছু চিন্হিত করতে Tag ব্যবহৃত হয়। ঠিক তেমনি, 'হ্যাশ ট্যাগ' হল অসাধারণ এক কৌশল(strategy; কোন আর্ট বা স্টাইল নয়) যা দ্বারা কোন keyword কে চিন্হিত করে সোশ্যাল মিডিয়াতে message/status সমূহ শ্রেণীকরণ (categorizing) করা যায়। কোন একটি বিষয়ে বা থিম সংক্রান্ত আলোচনায় কোন ব্যক্তিকে সুকৌশলে পরিচালিত করার এক অসাধারণ মার্কেটিং কৌশল হলো এই 'হ্যাশ ট্যাগ' । অবাক হবেন জেনে, এর জন্য একটি নিবেদিতপ্রাণ ওয়েবসাইটও আছে যার ঠিকানা হল https://www.hashtags.org/ 'হ্যাশ ট্যাগ' কিভাবে ও কোথায় ব্যবহৃত হয় ? সাধারনভাবে সবাই বুঝি যে কোনো শব্দের আগে # চিন্হ বসিয়ে দিলেই হয়ে গেল হ্যাশট্যাগ। যেমন : #আমার #জন্মদিনের #ফটো। ব্যাপারটা মোটেও এরকম না। হ্যাশট্যাগ যেহেতু শুধুমাত্র key...