দেনমোহরের পরিবর্তে হেবাবিল এওয়াজ
ইসলাম ধর্মাবলম্বী কোনো ব্যক্তি তার বিবাহের দেন-মোহর বাবদ অপরিশোধিত অর্থের পরিবর্তে স্বীয় মালিকানাধীন কোন সম্পত্তি, তার স্ত্রী বরাবর দান করলে, তাকে দেন-মোহরের পরিবর্তে হেবাবিল এওয়াজ বলে। এরূপ দলিলে হেবা অর্থাৎ দান শব্দটি ব্যবহৃত হলেও রিগ্য প্রকৃতপক্ষে এটি দান নয়, কারণ উক্ত দলিলে দেন-মোহরের অর্থ দলিলের পণ মূল্য হিসাবে নির্ধারিত হয়েছে সমপরিমাণ মাটির দান বিধায় এটি কবলা দলিল হিসাবে বিবেচিত হয়
Comments