Skip to main content

Posts

Showing posts with the label ভূ-সম্পত্তি

ভূমি উন্নয়ন কর পরিশোধ করার নিয়ম ২০২৩ । হোল্ডিং রেজিস্ট্রেশন যে কারণে করবেন

ভূমি উন্নয়ন কর পরিশোধ করার নিয়ম ২০২৩ । হোল্ডিং রেজিস্ট্রেশন যে কারণে করবেন

ভূ-সম্পত্তি

ভূ-সম্পত্তি বাংলাদেশে জমি সংক্রান্ত যাবতীয় দলিল,খতিয়ান সরকারি গেজেট,ভূমি অফিস,রেজিষ্টেশন অফিস ও জমির ব্যবসায় জমির পরিমাপক ছয়টি- Ø অযুতাংশ Ø শতাংশ Ø কাঠা Ø বিঘা Ø একর Ø হেক্টর জমির ইতিহাসঃ বাংলাদেশের ভূমির ইতিহাস বা জমির ইতিহাস জানতে হলে আমাদেরকে পাঁচটি আমল জানতে হবে তাহলে আমরা জমি সর্ম্পকে জানতে পারব- i. মুঘল আমল ii. বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি আমল iii. বৃটিশ আমল iv. পাকিস্তান আমল v. বাংলাদেশ আমল মোগল সাম্রাজ্যঃ (১৫২৬-১৭৫৭)ঃ ১৫২৬ সালে পানি পথের প্রথম যুদ্ধে বাবরের বিজয়ের মাধ্যমে মোঘল শাসনের সূচনা হয়।কালের পরিক্রমায় ১৫৫৬ সালে পানি পথের দ্বিতীয় যুদ্ধে জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের জয়ের ফলে মোগল সাম্রাজ্য বিকশিত হয় এবং বিস্তৃতি লাভ করে।এখন কার বাংলাদেশ,পাকিস্তান,ভারত আফগানিস্তান এই সাম্রাজের অন্তর্ভুক্ত ছিল। এই আমলে জমির মালিক কে রায়ত বলা হত এবং যারা জমির খাজনা আদায় করে রাজাদের দিতেন তাদেরকে জমিদার বলা হত। রায়তরা দুই ভাগে বিভক্ত ছিল। · খুদকাস্ত · পাইকাস্ত খুদকাস্তঃ যারা গ্রামে বসবাস করতেন।সেখানে বাড়ি ঘর করে থাকতেন এবং জমি জমা চাষাবাদ করতেন...