ব্যাংক চেক বই সংগ্রহের নিয়ম । প্রতিনিধির মাধ্যমে ব্যাংক থেকে চেক বই উত্তোলন পদ্ধতি জানুন। ব্যাংক লেনদেনের একটা বড় অংশের সাথে চেক জড়িত। ব্যাংক থেকে টাকা উত্তোলন, অন্য কারো কাছে টাকা পাঠানোর অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো চেক বা চেকবই। সাধারণত একটি ব্যাংকে হিসাব খোলার সাথে সাথে একজন গ্রাহক তার নতুন চেক বই আবেদন করেন বা রিকুইজিশন (Requisition) দিয়ে থাকেন। রিকুইজিশন দেয়ার কয়েক দিন পর ব্যাংক তার গ্রাহকের জন্য MICR Cheque Book ইস্যু ছাপান এবং তা ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে সংগ্রহ করার জন্য তার গ্রাহক কে SMS বা ফোন কলে জানিয়ে থাকেন। এ পর্যায়ে আপনার কাজ হলো ব্যাংকের সংশ্লিষ্ট শাখা হতে উক্ত চেক বই সংগ্রহ করা। কিন্তু অসুস্থতা কিংবা ব্যস্ততার বা যৌক্তিক কোন কারনে আপনি সরাসরি ব্যাংকের শাখায় উপস্থিত হয়ে চেক বই গ্রহণ করতে না পারেন বা সম্ভব না হয়, তবে আপনি চাইলে আপনি আপনার মনোনীত কোন প্রতিনিধির মাধ্যমে উক্ত চেক বই গ্রহণ করতে পারেন। এজন্য যথাযথ পদ্ধতি রয়েছে যা আবশ্যিক ভাবে গ্রহণ করতে হবে যা নিম্নরুপঃ ১. ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবেদন করতে হবে। ২. প্রতিনিধির পরিচয় নিশ্চিত করনের জন্য একাউন্ট হোল্...