Skip to main content

কখন পুলিশ কোনো সাক্ষীকে গ্রেফতার করতে পারে

 আদালত হতে ফৌজদারি কার্যবিধি ১৭০ ধারা মতে সমন প্রাপ্তির পর কোন সাক্ষী আদালতে হাজির হতে অস্বীকার করলে অথবা হাজির হবার নিমিত্তে মুচলেকা দিতে অস্বীকার করলে থানার অফিসার ইনচার্জ বা তার নিয়োজিত কোনো তার নিয়োজিত কোনো পুলিশ অফিসার সেই সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নিমিত্তে মুচলেকা প্রদান না করা পর্যন্ত আটক রাখার জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। গ্রেফতারকৃত সাক্ষীকে যথানিয়মে আদালতে চালান করতে হবে। পুলিশকে এই কাজটি আদালতের সুবিচার স্বার্থেই করতে হয়। [ ফৌজদারি কার্যবিধি ১৭১ ধারা দ্রষ্টব্য ]




Afzal hosen Mandal

Apprentice lawyer
Narsingdi judge court.
Mobile 01726634656
Stipu93@gmail.com@gmail.com

Comments

Popular posts from this blog

How to Protect Your Intellectual Property Rights in Bangladesh

Banking Litigation and Dispute Resolution