'হ্যাশ ট্যাগ' কি ?
'#' বর্গাকার এক চিহ্নটির নাম ''হ্যাশ"। আর 'ট্যাগ' ? Price Tag বা Name Tag এর সাথে নিশ্চই সবার পরিচয় আছে। দোকানে নতুন জামা-কাপড়ের সাথে মুল্য লেখা যে একটুকরা কাগজ থাকে তা হল Price Tag । আর Name Tag দেখা যায় গবেষনাগারে বা ক্লিনিকে কোন স্যাম্পল এর গায়ে।মোদ্দাকথা, কোনকিছু চিন্হিত করতে Tag ব্যবহৃত হয়। ঠিক তেমনি, 'হ্যাশ ট্যাগ' হল অসাধারণ এক কৌশল(strategy; কোন আর্ট বা স্টাইল নয়) যা দ্বারা কোন keyword কে চিন্হিত করে সোশ্যাল মিডিয়াতে message/status সমূহ শ্রেণীকরণ (categorizing) করা যায়। কোন একটি বিষয়ে বা থিম সংক্রান্ত আলোচনায় কোন ব্যক্তিকে সুকৌশলে পরিচালিত করার এক অসাধারণ মার্কেটিং কৌশল হলো এই 'হ্যাশ ট্যাগ' । অবাক হবেন জেনে, এর জন্য একটি নিবেদিতপ্রাণ ওয়েবসাইটও আছে যার ঠিকানা হল https://www.hashtags.org/
'হ্যাশ ট্যাগ' কিভাবে ও কোথায় ব্যবহৃত হয় ?
সাধারনভাবে সবাই বুঝি যে কোনো শব্দের আগে # চিন্হ বসিয়ে দিলেই হয়ে গেল হ্যাশট্যাগ। যেমন : #আমার #জন্মদিনের #ফটো। ব্যাপারটা মোটেও এরকম না। হ্যাশট্যাগ যেহেতু শুধুমাত্র keyword এর আগে বসবে, তাহলে দেয়া উদাহরনটাতে কীওয়ার্ড কোনটা? তালগোল লেগে যাচ্ছে তো ? উদাহরণের হ্যাশট্যাগটি হওয়া উচিত ছিল #আমার_জন্মদিনের_ফটো। ব্যাপারটা আরোও পরিস্কার করতে আরো কিছু উদাহরণ ও ব্যাখ্যা দেয়া যাক।
কোনো একটি keyword এর আগে হ্যাশট্যাগ দিলে শব্দটির রং বদলে নীল হয় যার মানে হল সেখানে একটি লিংক তৈরী হল। এবার, যে কেউ এই হ্যাশট্যাগ যুক্ত করে কোন স্টেটাস পোস্ট করলে সেসব স্টেটাস এই হ্যাশট্যাগ এর ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে। উদাহরণ দেয়া যাক। কেউ একজন Dilwale ছবি দেখে এসে স্টেটাস দিল " অসাধারণ ছবি #Dilwale পয়সা উসুল !! আরেকজন তার ওয়েবসাইট এর মার্কেটিং এর জন্য স্টেটাস দিল "ফ্রি ডাউনলোড করুন #Dilwale মুভি www. অমুক সাইটে" আরেকজন লিখল "পুরা ফালতু ছবি #Dilwale বুড়াকালের ভিমরুতি ! আমারে কেউ মাইরালা" । লক্ষ্য করুন, এরা তিনজনই তাদের স্টেটাসে #Dilwale হ্যাশট্যাগ ব্যবহার করেছে যার ফলে সমস্ত স্টেটাসগুলে #Dilwale হ্যাশট্যাগের অধীনে categorized থাকবে এবং আপনি যখন #Dilwale হ্যাশট্যাগের লিঙ্কে ক্লিক করবেন ওই সমস্ত স্টেটাস প্রদর্শিত হবে। ধরুন, ছবিটি দেখতে যাওয়ার আগে তার রিভিউ পড়তে চাইলেন। ক্লিক/সার্চ করুন #Dilwale, দেখতে পাবেন কার কি বক্তব্য। ছবির পরিচালক জানতে চাইল দর্শক প্রতিক্রিয়া, #Dilwale হ্যাশট্যাগ আছেনা ! সামাজিক আন্দোলনেও হ্যাশট্যাগের বহুল ব্যবহার দেখা যায়। যেমন : নারীর প্রতি অন্যায়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী একটি জোড়ালো আন্দোলন হলো Speak Up যার বক্তব্য হল নারী অত্যাচার দেখলে কথা বলতে হবে। সামনাসামনি না পারলে অনলাইন #Speakup হ্যাশট্যাগে জানিয়ে সবাইকে সচেতন করুন, জনমত গড়ে তুলুন।
এত গেল বানিজ্যিক ব্যবহার, আপনার ব্যক্তগত কাজে কিভাবে ব্যবহার করবেন? ধরুন আপনার জন্মদিনের বেশ কিছু ছবি ফেইসবুকে আপলোড করলেন। আপনার ইচ্ছা এই ছবিগুলো আপনার বিভিন্ন পেজ এর ফলোয়াররাও দেখুক, কাউকে মেসেজ করেও জানাতে চাইলেন ছবিগুলোর ব্যাপারে। সহজ, একটা হ্যাশট্যাগ জুড়ে দিন আপনার স্টেটাসে। যেমন : "অসাধারণ একটা জন্মদিন পালন করলাম আর এই হল আমার #সেরা_জন্মদিনের_ছবি" । এবার, এই হ্যাশট্যাগ জুড়ে দিন আপনার বিভিন্ন পেজ এর স্টেটাসে, মেসেজে। যারা আপনার ওই ছবিগুলো দেখতে ইচ্ছুক #সেরা_জন্মদিনের_ছবি হ্যাশট্যাগে ক্লিক করলে বা সার্চ করলে দেখতে পারবে সব ছবি, কষ্ট করে বারবার আপনার আপলোড করতে হবেনা।
ভুলভাল ব্যবহারের যন্ত্রণা
এবার বলুন আপনি যদি ফেইসবুকে একটি স্টেটাস দেন " #আমারে #কেউ #মাইরালা, #রহিম #এর #কথায় #দিলওয়ালে #দেইখা #পুরা #টাকা #জলে " তাহলে লোকজন আপনাকে কি আদৌ স্মার্ট ভাববে ? এখানে সব শব্দের আগে # লাগিয়ে সবগুলোকে লিংক এবং keyword বানিয়ে দিয়েছেন। ব্যাপারটা এরকম - আপনাকে বলা হল, বনের কিছু গাছে হলুদ ট্যাগ লাগানো আছে। এই ট্যাগ ধরে হাটলে আপনি বনের অপর প্রান্তে বের হতে পারবেন। এবার, আপনি যখন বনে ঢুকলেন, দেখলেন নির্বিশেষে সব গাছে হলুদ ট্যাগ লাগানো। তখন আপনার যেমন বিভ্রান্তিকর অবস্থা হবে ঠিক তেমনি বিভ্রান্তিকর এই স্টেটাসটা। তার উপর ওই স্টেটাসে আপনি রহিমের নামের আগে হ্যাশ লাগিয়ে তার ব্যক্তিগত অনেক তথ্য জনসমক্ষে নিয়ে এসেছেন যার অধিকার আপনার নেই। কেউ #রহিম এ ক্লিক করলেই সারে-সর্বনাশ। অনেকেই ফেইসবুকের closed group এর অনেক গোপন স্টেটাসে হ্যাশট্যাগ জুড়ে দেন অধিক গুরুত্ব দেয়ার জন্য অথচ বুঝতেও পারেননা আপনার 'ওভার স্মার্টনেস' এর কারণে দলের গোপন কথা প্রকাশ্যে চলে এলো। আবার এমন দেখেছি, অনেক মেয়ে তাদের কিছু ছবি আপলোড করে সৌন্দর্য্য প্রকাশে যতরকম শব্দ আছে হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দেন স্টেটাসে, যদিও 'privacy setting' রাখেন Friends only । কি লাভ হলো তাতে ? যখন অচেনা কেউ ওই সমস্ত হ্যাশট্যাগের একটিতে ক্লিক /সার্চ করবে আপনার ছবিগুলোও চলে যাবে তার হাতে। সেটা কি ভাল হল ? এদের কাছে জানতে চাইব, আপনি কি আপনার মার্কেটিং করছেন? কোন বাজারে আপনাকে বেচতে চাইছেন?
সারকথা হল, অন্যকে অন্ধ অনুকরণ নয়, যা করবেন জেনে করবেন, বুঝে করবেন। প্রযুক্তির ভুল ব্যবহার অনেক সময় অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে। সুতরাং, সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ
Comprehensive Guide on Media and Entertainment Law in Bangladesh Comprehensive Guide on Media and Entertainment Law in Bangladesh Introduction Overview of Media and Entertainment Law Definition and Scope Media and entertainment law encompasses a broad spectrum of legal issues related to the creation, production, distribution, and consumption of media and entertainment content. This includes various sectors such as film, television, music, publishing, digital media, and advertising. The scope of this law covers intellectual property rights, contracts, censorship, licensing, and regulatory compliance. It is essential for protecting the rights of creators, producers, and consumers, ensuring fair use, preventing unauthorized exploitation, and maintaining ethical standards in content creation and distribution. ...
Comments