আকাশে পাখি বা পানিতে মাছের ঝাঁক দেখলে অসাধারণ বিন্যাস চোখে পড়ে৷

বৃষ্টিভেজা বিকেলে ব্রহ্মপুত্র নদীতে নৌকায়।ধাঁধার চরের পাশে নদীর এক জায়গায় পোঁতা বাঁশের ওপর বসে ছিল সোনালি ডানাএকটি চিল। আকাশেও উড়ছে এ রকম দু-চারটি পাখি। কোনো কোনোটা বয়সে তরুণ, এখনো রং ফোটেনি। পাখিগুলোকে দেখে কবি জীবনান্দ দাশের ‘হায় চিল’ কবিতাটি মনে পড়ে গেল—



‘হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে


তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!


তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!


পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;


আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে


বেদনা জাগাতে ভালোবাসে!’

Comments

Popular Posts