💟💟 কেমন লাগবে, যদি দেখেন রাতের দুইটাতে অদ্ভুত কালোমেঘে ছেয়ে গেছে পুরো ঘর। এতোটাই ঘনো এ মেঘ যে ফ্ল্যাশ লাইটের আলোতে ঘরের ভেতরে একজন অন্যজনকেই, ঠিক ভালো মতোন দেখতে পাচ্ছেন না। একটু কল্পনা করুন তো। . প্রচণ্ড ঝড়ো হাওয়ায় দুলছে, এক দিককার বাঁশের বেড়া আর সেখান দিয়ে করুণ শীষ বাজায় ঢুকছে ঠাণ্ডা বাতাস। বাতাসের সাথে, যুদ্ধে পরাজিত হয়ে নিস্তেজে পড়ে রয়েছে, প্রজ্জলিত থাকা মোমবাতি দুইটি। সে কী যে ভয়ংকর এক রাত। . এবং এই সকল কিছুই যদি হয় সমুদ্রপৃষ্ঠের থেকে ৩,২৩৫ফুট উচ্চতার কোন পাহাড়ের চূড়াতে কোন একটা টিনের চৌচালার ঘর অথবা বাঁশের বেড়ায় ছাওনি দেয়া কোন ঘর বিশেষে। যাকে ভালোবেসে পাহাড়িরা ডাকে—জুমঘর—নামে। . এমন ভয়ংকর সুন্দর রাত পার করতে চাইলে এই বর্ষাতেই চলুন কেওকারাডংয়ের চূড়াতে জুমঘরে। একেক জনে দুই তিনটা করে কম্বল গায়ে জড়ায়ে রাত জাগবেন। আর শেষ রাতে, বাতাসে ঘরভাঙা আতঙ্কে ব্যাগ নিয়ে ছুটবেন নিরাপদ আশ্রয়ে। . এ আপনার জিবনের মোষ্ট মেমোরেবল নাইট। যে রাত রোমাঞ্চে আর অ্যডভেঞ্চারে ভরা। যে রাতের কথা কখনো ভুলতে পারবেন না। এবং আফসোস করবেন এ ভেবে, জীবনে আরেকবার যদি এমোন একটা রাত আসতো। ....