Advertisement

📞 Contact Afzal and Associates: +880 1726634656 | 📧 Email: advafzalhosen@gmail.com | 🌐 Visit: afzaltipu.blogspot.com | 🔗 Follow: Facebook, Twitter, YouTube

ইভটিজিং


ইভটিজিংও একটা আর্ট। এই আর্টের সাথে পরিচিত মেয়েদের অনেকের সাথেই আমার কথা হয়েছে, তাদের অনেকে ইভটিজিং উপভোগও যে করে সেটা কিন্তু ইভটিজার জানেই না। সাজুগুজু করে বের হলে কোন স্মার্ট ছেলে যদি ভাল মতো না তাকায় তাহলে কিছু মেয়ে কিন্তু বিরক্তও হয়। তবে মেয়েরা চায় সুন্দর ও মার্জিত ইভটিজার। রাস্তায় কোনো মেয়েকে দেখে যদি “বাহ খুব #সুন্দর তো” বলে ফেলেন- মেয়েটা যদি আপনাকে ভাল জানে তাহলে তা ইভটিজিং না; বিরক্ত হলে সেটা #ইভটিজিং ।
যাই হোক ইভটিজারদের সাথেই মেয়েরা প্রেম করে। প্রেমে পড়ার আগে মেয়েরা ইভটিজারের আর্টগুলোকে নিয়ে বান্ধবীর সাথে
হাসাহাসিও করে। গোমরামুখি ভদ্র হাম্বলের সাথে আর যাই হোক #প্রেম চলে না।
এত কিছু বলার মূল কারন একটা- “ইভটিজিং” নামে বাংলা ছায়াছবির  রাস্তায় পোস্টার দেখলাম।
আমার স্ট্যাটাস এবং এই ছায়াছবি উভয়ই বখাটেদের উত্তক্ত্য করার মাত্রা বাড়াইবে- এ ব্যাপারে সন্দেহ নাই।

Post a Comment

0 Comments