বেশ কয়েকজন বাঙালীই পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। ১। Khawaja Nazimuddin লিয়াকত আলি খানের পর ঢাকার নবাব হিজ এক্সেলেন্সি স্যার খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী হন এবং দের বছর পদে থাকেন। ২। Mohammad Ali Bogra খাজা নাজিমুদ্দিন এর পরে বরিশালের মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দুই বছর তিন মাস পদে থাকেন। ৩। Huseyn Shaheed Suhrawardy হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে ১ বছর ১ মাস ৫ দিন ক্ষমতায় থাকেন। ৪। Nurul Amin শাহবাজপুরের নুরুল আমিন পাকিস্তানের অষ্টম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ওনাকে পাকিস্তানের সর্বশেষ বাঙালী নেতা বলা হয়ে থাকে। ৭১ এর পাক-ভারত যুদ্ধের নেতৃত্বও ইনিই দিয়েছিলেন (পাক পক্ষের)। শুরুতে বাংলাদেশ এর স্বাধীনতার কট্টর বিরোধী হলেও ২৫ এ মার্চ এর গনহত্যা শুরু হবার পর তার মন পাল্টায় এবং তিনি শান্তিময় ভাবে দুই দেশকে এক রাখার চেষ্টা করেন, যুদ্ধাপরাধ ঠেকানোর চেষ্টা করেছিলেন বলে জানা যায়। পরে পাকিস্তান থেকে বাঙালীদের বাংলাদেশে ফেরত পাঠাতে সাহায্য করেন। ১৯৭৪ সালে পাকিস...