Skip to main content

Posts

ছোট সোনা মসজিদ

ছোট সোনা মসজিদ   ‘সুলতানি স্থাপত্যের রত্ন’ বলে আখ্যায়িত। এটি বাংলার রাজধানী গৌড়-লখনৌতির ফিরুজপুর কোয়ার্টারের তাহখানা কমপ্লেক্স থেকে অর্ধ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং  কোতোয়ালী দরওয়াজা  থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বিশাল এক দিঘির দক্ষিণপাড়ের পশ্চিম প্রান্ত জুড়ে এর অবস্থান। মসজিদের কিছুদূর পশ্চিমে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক কয়েক বছর পূর্বে নির্মিত একটি আধুনিক দ্বিতল গেস্ট হাউস রয়েছে। গেস্ট হাউস ও মসজিদের মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে একটি আধুনিক রাস্তা চলে গেছে। ধারনা করা হয় রাস্তাটি পুরনো আমলের এবং একসময় এটি কোতোয়ালী দরওয়াজা হয়ে দক্ষিণের শহরতলীর সঙ্গে গৌড়-লখনৌতির মূল শহরের সংযোগ স্থাপন করেছিল। ছোট সোনা মসজিদ, গৌড়-লখনৌতি প্রধান প্রবেশপথের উপরিভাগে স্থাপিত একটি  শিলালিপি অনুযায়ী জনৈক মজলিস-ই-মাজালিস, মজলিস মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী কর্তৃক মসজিদটি নির্মিত হয়। শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে গেছে। তবে এতে সুলতান আলাউদ্দীন  হোসেন শাহ এর নামের উল্লেখ থেকে এটা সুস্পষ্ট যে, ম...

More Than I Can Say old lady

More Than I Can Say  Album:  Living in a Fantasy Released:  1980 Genres:  Rock, Pop Song by Leo Sayer Oh oh yea yea I love you more than I can say I'll love you twice as much tomorrow Oh love you more than I can say Oh oh yea yea I miss you ev'ry single day Why must my life be filled with sorrow Oh love you more than I can say Don't you know I need you so Tell me please I gotta know Do you mean to make me cry Am I just another guy Oh oh yea yea I miss you more than i can say Why must my life be filled with sorrow Oh love you more than I can say Oh don't you know I need you so So tell me please I gotta know Do you mean to make me cry Am I just another guy Oh oh yea yea I love you more than I can say I'll love you twice as much tomorrow Oh love you more than I can say I love you more than I can say I love you more than I can say (more than I can say) I ...

আমার সাজেক ভ্রমণ

একটা সময় খুব একা ফিল করতাম, হতাশ ছিলাম, আর সাজেকের গল্প পড়তাম ব্লগে, পেপারে, বইয়ে। সেখানকার জীবনযাত্রা জেনে গিয়েছিলাম আরো দুই বছর আগেই। লুসাই পাংখোয়া জাতির কথা মুখস্ত হয়ে গিয়েছিল। ক্লাস ছেড়ে একটা সময় সাজেকে পালিয়ে হতাশা থেকে বাচঁতে চেয়েছিলাম। কিন্তু সাজেক আমার দেখা হয়নি সে সময়। আরো কিছু বছর আগেই সাজেক ছিল একটা দুর্গম জায়গা। আর আজ সেখানে আর্মির কল্যানে আমরা যেতে পারছি। Paharer choray ami aka খাগড়াছড়ির দিঘীনালা থেকে মারিশ্যা রাস্তার উপর দিয়ে কাচালাং পার হয়ে মাচালাং হয়ে রুইলুই পাড়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক ভ্যালীতে আসতে হবে। সাজেকে কি আছে যা নিয়ে এত হাউ কাউ? সাজেকের পাহাড় চূঁড়া থেকে মিজোরামের লুসাই পাহাড়ের অদ্ভুত দৃশ্য দেখে সকল ক্লান্তি ও কষ্ট নিমিষেই মিলিয়ে যায় । Kom khoroche sajek jaoyar video dekhte click  koron প্রকৃতির এতো সুন্দর রূপ আগে কখনও দেখিনি। সাজেকের এই প্রাকৃতিক রূপের সাথে পাংখোয়া ও লুসাই আদিবাসীদের বৈচিত্রময় জীবন যাত্রা দেখে আরও বিস্মিত ও হতবাক হয়ে যাই। উঁচু মাচার ঘরে গাছের গুড়ি কেঁটে বানানো সিঁড়ি, ঘরের ছাউনী বাঁশের পাতার...

হাসতে দেখ গাইতে দেখ অনেক কথায় মুখর আমায় দেখ দেখো না কেউ হাসি শেষে নীরবতা

হাসতে দেখ গাইতে দেখ অনেক কথায় মুখর আমায় দেখ দেখো না কেউ হাসি শেষে নীরবতা হাসতে দেখ গাইতে দেখ অনেক কথায় মুখর আমায় দেখ দেখো না কেউ হাসি শেষে নীরবতা বোঝে না কেউ তো চিনলো না খোঁজে না আমার কি ব্যাথা চেনার মত কেউ চিনলো না এই আমাকে বোঝে না কেউ তো চিনলো না খোঁজে না আমার কি ব্যাথা চেনার মত কেউ চিনলো না এই আমাকে আমার সুরের বুকে, কান্না লুকিয়ে থাকে আমার চোখের কোনে, নোনা ছবি আকে আমার গল্প শুনে, হয় আলোকিত উৎসব গল্প শেষে আমি, আঁধারের মতো নীরব নিজেকে ঢেলে আমি, কত সুখ দিলাম বোঝে না কেউ তো চিনলো না বোঝে না আমার কি ব্যাথা চেনার মত কেউ চিনলো না এই আমাকে আমার গানে আঁকা, নির্ঘুম অনেক প্রহর আমায় ছেড়ে জোনাকি, চেনে নিরব শহর ডাকার কথা যাদের, ডাকেনি কেউ কাছে নিঃসঙ্গ এই আমি, পুড়েছি মোমের আঁচে আমার মাঝে আমি-ই, যেন শুধু লুকাই বোঝে না কেউ তো চিনলো না বোঝে না আমার কি ব্যাথা চেনার মত কেউ চিনলো না এই আমাকে… হাসতে দেখ গাইতে দেখ অনেক কথায় মুখর আমায় দেখ দেখো না কেউ হাসির শেষে নীরবতা হাসতে দেখ গাইতে দেখ অনেক কথায় মুখর আমায় দেখ দেখো না কেউ হাসির শেষে নীরবতা বোঝে না কেউ তো চিনলো না বোঝে না আমার কি ব্যাথ...

বিবাহ বিবাহ

বিবাহ বিচ্ছেদ সব সময় বিষাদের। কিন্তু বিবাহ বিচ্ছেদের কারণে কেউ খুশি হয় এমন ঘটনা কমই শোনা যায়।  ঠিক এমনটাই ঘটেছে  টাঙ্গাইলের জাঙ্গালিয়া গবাদলা গ্রামের আলমের ক্ষেত্রে। স্ত্রীর তালাকের নোটিশ পেয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে পরেছেন। তালাকের নোটিশ পেয়ে খুশিতে দুধ দিয়ে গোসল করেন তিনি। আনন্দে দুই শতাধিক লোককে বাড়িতে নিমন্ত্রণ করে ভূরিভোজও করিয়েছেন।
সুপার ওভারের নিয়ম অনুযায়ী, যদি এ ৬ বলেও ম্যাচের ফলাফল না হয়, তা হলে যে দল বেশি বাউন্ডারি মেরেছে, সেই দলকেই জয়ী বলে ঘোষণা করা হয়। দু’দলের মারা বাউন্ডারির সংখ্যা দিয়েও যদি ম্যাচের নিষ্পত্তি না হয়, সে ক্ষেত্রে কী হবে? তখন দেখা হবে সুপার ওভারের শেষ বলে কোন দল কত রান করেছে। যে দল বেশি রান করেছে, নিয়ম অনুযায়ী সেই দলই জিতবে। ফলে মূল ম্যাচে বেশি বাউন্ডারি হাঁকানোয় প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ম্যাচে আগে ব্যাট করা নিউজিল্যান্ড ১৪টি চার ও ২টি ছক্কায় মোট বাউন্ডারি পায় ১৬টি। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ২২টি চারের সঙ্গে ২টি ছয় মারে ইংল্যান্ড। যে কারণে সুপার ওভারের নিয়মানুযায়ী চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

Bangabandhu National Stadium today.

Bangladesh took a firm step towards the semifinals of the Suzuki SAFF Championship when they beat Pakistan 1-0 at the Bangabandhu National Stadium today. Defender Tapu Barman scored the all-important goal in the 85th minute with a tumbling header off a Bishwanath long throw from the left. The tall defender also scored the opening goal in Bangladesh’s 2-0 win against Bhutan on Tuesday. With this win Bangladesh lead Group A with maximum six points from two games. Pakistan and Nepal jointly occupy the second position with three points each from two games. Bangladesh will take on Nepal, who thrashed Bhutan 4-0 in the first game of the day, in their last group league game on Saturday.