গণতন্ত্রের নামে হামলা ও সহিংসতা, বিএনপির পুরনো কায়দা
আমরা কি এই হামলাকে গণতন্ত্রের জন্য লড়াই বলাতে পারি?
বিএনপি ক্যাডাররা গুরুতর রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে। লাঠি হাতে নিয়ে ‘আগুন লাগিয়ে রাস্তা দখল চলবে’ স্লোগানে নারায়ণগঞ্জে আজ সকালে তিন দিনের অবরোধ চলাকালে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকেও ছাড়েনি বিএনপির দাঙ্গাকারীরা।
এই দৃশ্যের কথা বিবেচনা করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এই নৃশংসদের মানুষকে জিম্মি করে রাখতে দেবে?
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দাঙ্গাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কি গণতন্ত্রের ভিত্তিমূল ক্ষতিগ্রস্ত হবে?
জনজীবন বিঘ্নিত করা ও অর্থনীতির চাকা স্থবির করা সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপির অন্যতম প্রধান প্যাটার্ন হয়ে উঠেছে।
বিএনপি ক্ষমতায় থাকাকালেও দেশে সন্ত্রাস, সহিংসতা ও হত্যার রাজত্ব কায়েম করেছিল। তারা ক্ষমতায় না থাকলেও দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতেই ব্যস্ত থাকে। গণতন্ত্রের নামে তারা দেশে অরাজকতা সৃষ্টি করে।
আমরা জানি, গণতন্ত্রে সরকারবিরোধী আন্দোলন করার অধিকার আছে সবার। কিন্তু সেই আন্দোলন শান্তিপূর্ণ হতে হবে। জনজীবন বিঘ্নিত না করেই আন্দোলন করতে হবে। কিন্তু বিএনপি সেই নিয়ম মানে না। তারা সরকারবিরোধী আন্দোলনের নামে জনগণকে জিম্মি করে রাখে।
বিএনপির এই সহিংসতার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দেশে গণতন্ত্র রক্ষার জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।
Comments