Facebook Post: 2023-06-02T20:16:42

১৭ কোটি মানুষের দেশে TIN নম্বর থাকা উচিত কমপক্ষে ৩ কোটি সেখানে আছে ৭৫ লাখ আর রিটার্ন জমা দেয় ২৫ লাখ । সরকারের ঘোষনা অনুযায়ী ৭৫ লাখ TIN নম্বর ধারী কোন ইনকাম না দেখালেও ২০০০ টাকা মিনিমাম দিতে হবে যা খুবই সাধারন অথচ গুজব ছড়ানো হচ্ছে এমনভাবে যে ১৭ কোটি মানুষকেই কর দিতে হবে । এবং আমাদের দলের কিছু মানুষও না বুঝে খোঁচা দিয়ে লিখতেছে যা তাদের অজ্ঞতার শামিল । নিজের রিজিক হালাল না করে মসজিদ মন্দিরে হাজিরা দিয়ে পরের জনমে পার পাওয়া যাবেনা । ফেসবুকে সততার সবক যত সংখ্যক পাওয়া যায় সে হিসাবেও মিনিমাম ২ কোটি TIN নম্বর থাকা উচিত । গুজব না ছড়িয়ে বাস্তবতার নিরিখে কথা বলা উচিত আর উন্নত দেশের মতো লাইফ চাইবেন সরকারের কাছে অথচ কর দেওয়ার কথা বললেই মাথা খারাপ হয়ে যায় এসব দ্বৈত নীতি পরিহার করা উচিত । © সিদ্দিকী নাজমুল আলম ভাই

Comments

Popular posts from this blog

ভাড়াটিয়া-ভাড়াদার আইনের জটিলতা পার হওয়া: ভাড়াটিয়াদের জন্য একটি গাইড

একটি ভিত্তিহীন গুজব উড়িয়ে দেওয়া: বাংলাদেশী সাংবাদিকদের ফ্রেঞ্চ ভিসা প্রত্যাখ্যান করা হয়নি৷

অধ্যায় 2: বাংলায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন