Advertisement

📞 Contact Afzal and Associates: +880 1726634656 | 📧 Email: advafzalhosen@gmail.com | 🌐 Visit: afzaltipu.blogspot.com | 🔗 Follow: Facebook, Twitter, YouTube

Facebook Post: 2023-06-02T20:16:42

১৭ কোটি মানুষের দেশে TIN নম্বর থাকা উচিত কমপক্ষে ৩ কোটি সেখানে আছে ৭৫ লাখ আর রিটার্ন জমা দেয় ২৫ লাখ । সরকারের ঘোষনা অনুযায়ী ৭৫ লাখ TIN নম্বর ধারী কোন ইনকাম না দেখালেও ২০০০ টাকা মিনিমাম দিতে হবে যা খুবই সাধারন অথচ গুজব ছড়ানো হচ্ছে এমনভাবে যে ১৭ কোটি মানুষকেই কর দিতে হবে । এবং আমাদের দলের কিছু মানুষও না বুঝে খোঁচা দিয়ে লিখতেছে যা তাদের অজ্ঞতার শামিল । নিজের রিজিক হালাল না করে মসজিদ মন্দিরে হাজিরা দিয়ে পরের জনমে পার পাওয়া যাবেনা । ফেসবুকে সততার সবক যত সংখ্যক পাওয়া যায় সে হিসাবেও মিনিমাম ২ কোটি TIN নম্বর থাকা উচিত । গুজব না ছড়িয়ে বাস্তবতার নিরিখে কথা বলা উচিত আর উন্নত দেশের মতো লাইফ চাইবেন সরকারের কাছে অথচ কর দেওয়ার কথা বললেই মাথা খারাপ হয়ে যায় এসব দ্বৈত নীতি পরিহার করা উচিত । © সিদ্দিকী নাজমুল আলম ভাই

Post a Comment

0 Comments