Dear DW বাংলা,



 Dear DW বাংলা, 
 আমার জানামতে কোটেশনে কারো মন্তব্য উদ্ধৃত করলে, সেটি হুবহু রাখতে হয়, নিজেদের মতো করে শব্দ ভাঙাচূড়া বা কাটাছেড়া করা যায় না। এটা তো বেসিক সাংবাদিকতারই নিয়ম। 
বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি বলেছেন, "কোন ভূঁইফোড় সংগঠনের সদস্য সচিব হওয়ার চেয়ে ছাত্রলীগের একজন কর্মী হওয়া অনেক গৌরবের, অনেক অহংকারের।"  
"ভূঁইফোড় সংগঠনের সদস্য সচিব" এটা লিখতে আপনাদের কি কষ্ট হচ্ছে? নাকি সাদ্দাম হোসেনের গাড়ির নাম্বার খুঁজতে গিয়ে পেইজের এডমিন পুরো টকশো ভালোভাবে শোনেন নাই? how unprofessional you are! লোক লাগলে বইলেন কিছু ছাত্রলীগের ভাই ব্রাদার পাঠায় দেয়া যাবে, তারা অন্তত কাজটা ঠিক ঠাক ভাবে করতে পারবে, আপনাদের মতো অন্ধের দেশে চশমা বিক্রি করবে না।

Courtesy : বরুন সাহা

Comments

Popular posts from this blog

ভাড়াটিয়া-ভাড়াদার আইনের জটিলতা পার হওয়া: ভাড়াটিয়াদের জন্য একটি গাইড

একটি ভিত্তিহীন গুজব উড়িয়ে দেওয়া: বাংলাদেশী সাংবাদিকদের ফ্রেঞ্চ ভিসা প্রত্যাখ্যান করা হয়নি৷

অধ্যায় 2: বাংলায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন