ওয়াকফকৃত সম্পত্তির হস্তান্তর দলিল রেজিস্ট্রিকালে ওয়াকফ প্রশাসক বা সরকারের অনুমতি গ্রহণ করতে হয়

 

ওয়াকফকৃত সম্পত্তির হস্তান্তর দলিল রেজিস্ট্রিকালে ওয়াকফ প্রশাসক বা সরকারের অনুমতি গ্রহণ করতে হয়

ফলে উপযুক্ত আইনে ওয়াকফকৃত স্থাবর সম্পত্তির হস্তান্তর দলিল রেজিষ্ট্রিকালে ওয়াকফ প্রশাসক বা সরকারের পূর্ব অনুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে বিধায় ঐরুপ দলিল রেজিষ্ট্রেশনের পূর্বে ওয়াকফ প্রশাসক বা ক্ষেত্রমত সরকারের অনুমতি গ্রহণ করতে হবে। এক্ষেত্রে দলিল দাখিল কালে প্রয়োজনীয় অনুমতি পত্রটি রেজিস্ট্রারিং অফিসার কর্তৃক পরীক্ষা করা সমীচীন; প্রয়োজনীয় অনুমতি না থাকলে দলিল রেজিষ্ট্রেশনের পরিবর্তে প্রয়োজনীয় অনুমতিপত্রসহ দলিলটি দাখিল করার জন্য রেজিস্ট্রারিং অফিসার সংশ্লিষ্ট পক্ষকে পরামর্শ প্রদান বা দলিল দাখিল গ্রহণ প্রত্যাখ্যান করবেন। নতুবা দলিল রেজিষ্ট্রির জন্য রেজিস্ট্রারিং অফিসার ব্যক্তিগতভাবে অভিযুক্ত হতে পারে।

Comments

Popular posts from this blog

ভাড়াটিয়া-ভাড়াদার আইনের জটিলতা পার হওয়া: ভাড়াটিয়াদের জন্য একটি গাইড

একটি ভিত্তিহীন গুজব উড়িয়ে দেওয়া: বাংলাদেশী সাংবাদিকদের ফ্রেঞ্চ ভিসা প্রত্যাখ্যান করা হয়নি৷

অধ্যায় 2: বাংলায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন