Skip to main content

Posts

Showing posts from April, 2021

রাজনীতিতে 'বাম দল', 'ডান দল' এবং 'মধ্য দল থাকতে পারে।

রাজনীতিতে 'বাম দল', 'ডান দল' এবং 'মধ্য দল থাকতে পারে।  ঋতব্রত  ঘোষ, দর্শন নিয়ে পড়াশুনা করেছেন রাজনীতিতে বামপন্থা, দক্ষিণপন্থা এবং মধ্যপন্থা নির্ধারিত হয়ে থাকে বিভিন্ন মতামত ও সুচিন্তিত দর্শনের ভিত্তিতে। তবে এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। স্থান ও কালের প্রেক্ষিতে এই তিন মতবাদের সীমানা ও সাধারণ ধ্যানধারণা বারংবার আংশিক ভাবে পরিবর্তিত হয়ে এসেছে। এবং ভবিষ্যতেও হবে। যখন বাম পন্থা , দক্ষিণ পন্থা  বা মধ্য পন্থা  -এর কথা বলা হয়, তখন লক্ষ্য করে দেখুন যে, প্রত্যেক শব্দের মধ্যে ‘পন্থা’ শব্দটি আছে। পন্থা শব্দের অর্থ ‘পথ’ বা রাস্তা। এই বিভিন্ন পথ বা রাস্তার অস্তিত্ব এই কারণেই- যেমনভাবে একই গন্তব্যস্থলে বিভিন্ন রাস্তার মাধ্যমে পৌঁছানো যেতে পারে, তেমন ভাবেই কোনো পরিস্থিতির বর্ণনা, ব্যাখ্যা বা কোনো সমস্যার সমাধান একাধিক পথে হতে পারে। এটা আদর্শগত ভাবে সত্য এবং বাস্তবও তাই বলে। বামপন্থী হলেন তাঁরা যারা বিশ্বাস করেন সকলের অর্থনৈতিক ভাবে সমান অধিকার থাকা প্রয়োজন, সমাজে শ্রেণীবিভাগ থাকা উচিত নয়, প্রথাগত ধর্ম মানুষের বিভেদের অন্যতম কারণ। বামপন্থী...