Skip to main content

মেয়ে শিশুদের ১০০টি সুন্দর নাম অর্থসহ

শিশুদের নাম

নিচে কতগুলো সুন্দর সুন্দর নাম দেওয়া হল।
হাফিজাহ অর্থ ভাল স্মরণশক্তি,
হাবীবা অর্থ প্রিয়া,
হাসিনা অর্থ সুন্দরী,
হামিদা অর্থ প্রশংসাকারিনী,
হুমাইরা অর্থ রূপসী,
জামিলা অর্থ সুন্দরী,
লায়লা অর্থ শ্যামলা,
মালিহা অর্থ রূপসী,
মুমতাজ অর্থ মনোনীত,
মায়মুনা অর্থ ভাগ্যবতী,
মাহমুদা প্রশংসিত,

ফাহমিদা অর্থ বুদ্ধিমতী,
ফরিদা অর্থ অনুপমা,
ফারিহা অর্থ সুখী,
ফারহানা অর্থ প্রাণ চঞ্চল,
আফরা অর্থ>সাদা,
সাইয়ারা অর্থ>তারকা,
আফিয়া অর্থ>পুণ্যবতী,
মাহমুদা অর্থ>প্রশংসিতা,

রায়হানা অর্থ>সুগন্ধি ফুল,
রাশীদা অর্থ>বিদুষী,
রামিসা অর্থ>নিরাপদ,
রাইসা অর্থ> রাণী,
রাফিয়া অর্থ > উন্নত,
নুসরাত অর্থ> সাহায্য,
নিশাত অর্থ>আনন্দ,
নাঈমাহ অর্থ>সুখি জীবন যাপনকারীনী,
নাফীসা অর্থ>মূল্যবান,
নাবীলা অর্থ>ভদ্র,
মাসূমা অর্থ>নিষ্পাপ,
মাহফুজা অর্থ>নিরাপদ,
মালিহা অর্থ>রুপসী,
হাসিনা অর্থ>সুন্দরি,
হাবীবা অর্থ >প্রিয়া
ফারিহা অর্থ >সুখি,
দীবা অর্থ> সোনালী,
বিলকিস অর্থ>রাণী,
আনিকা অর্থ>রুপসী,

তাবিয়া অর্থ অনুগত,
তাবাসসুম অর্থ মুসকি হাসি,
তাসনিয়া অর্থ প্রশংসিত,
তাহসীনা অর্থ উত্তম,
তাহিয়্যাহ অর্থ শুভেচ্ছা,
তোহফা অর্থ উপহার,
তাখমীনা অর্থ অনুমান,
তাযকিয়া অর্থ পবিত্রতা,
তাসলিমা অর্থ সর্ম্পণ,
তাসমিয়া অর্থ নামকরণ,
তাসনীম অর্থ বেহেশতের ঝর্ণা,
তাসফিয়া অর্থ পবিত্রতা,
তাসকীনা অর্থ সান্ত্বনা,
তাসমীম অর্থ দৃঢ়তা,
তাশবীহ অর্থ উপমা,
তাকিয়া শুদ্ধ চরিত্র,
তাকমিলা অর্থ পরিপূর্ণ,
তামান্না অর্থ ইচ্ছা,
তামজীদা অর্থ মহিমা কীর্তন,
তাহযীব অর্থ সভ্যতা,
তাওবা অর্থ অনুতাপ,
তানজীম অর্থ সুবিন্যস্ত,
তাহিরা অর্থ পবিত্র,
তবিয়া অর্থ প্রকৃতি,
তরিকা অর্থ রিতি-নীতি,
তাইয়্যিবা অর্থ পবিত্র,
তহুরা অর্থ পবিত্রা,
তুরফা অর্থ বিরল বস্তু,
তাহামিনা অর্থ মূল্যবান,
তাহমিনা অর্থ বিরত থাকা,
তানমীর ক্রোধ প্রকাশ করা,
তানিয়া অর্থ রাজকণ্যা,

ফাহিমা অর্থ সুক্ষ্মদশির্নী,
ফরিদা অর্থ অনুপম,
ফাতেহা অর্থ আরম্ভ,
ফাজেলা অর্থ বিদুষী,
ফাতেমা অর্থ নিষ্পাপ ,
ফারাহ অর্থ আনন্দ,
ফারহানা অর্থ আনন্দিতা,
ফারহাত অর্থ আনন্দ,
ফেরদাউস বেহেশতের নাম,
ফসিহা অর্থ চারুবাক,
ফাওযীয়া অর্থ বিজয়িনী,
ফারজানা অর্থ জ্ঞানী,
পারভীন অর্থ দীপ্তিময় তারা,
ফারিহা অর্থ আনন্দিতা,
ফিরোজা অর্থ মূল্যবান পাথর,
ফজিলাতুন অর্থ অনুগ্রহ কারিনী,
ফাহমীদা অর্থ বুদ্ধিমতী,
ফাবিহা বুশরা অর্থ অত্যন্ত ভাল শুভ নিদর্শন,
ফারিহা অর্থ আনন্দিতা,

মাহমুদা অর্থ=প্রশংসিতা,
মোবাশশিরা অর্থ=সুসংবাদ বাহী,
মাজেদা অর্থ সম্মানিয়া,
মাদেহা অর্থ প্রশংসা,
মারিয়া অর্থ শুভ্র,
মাছুরা অর্থ নল,
মাহেরা অর্থ নিপুনা,
মোবারাকা অর্থ কল্যাণীয়,
মুবতাহিজাহ অর্থ উৎফুল্লতা,
মাবশূ রাহ অর্থ অত্যাধিক সম্পদ শালীনী,
মুবীনা অর্থ সুষ্পষ্ট,
মুতাহাসসিনাহ অর্থ উন্নত.

Comments

Popular posts from this blog

How to Protect Your Intellectual Property Rights in Bangladesh

Banking Litigation and Dispute Resolution