১৯৭১ সালে #বাংলাদেশের স্বাধীনতা #সংগ্রাম চলাকালে তিনি শত্রুরাষ্ট্র পাকিস্তানে বন্দি। ২০ নভেম্বর পড়েছিল ঈদুল ফিতর। রণাঙ্গনে লড়ছিল মুক্তিযোদ্ধারা। #বঙ্গবন্ধু র দুই পুত্র #শেখ_কামাল ও #শেখ_জামাল ও রণাঙ্গনে। আর তাঁদের মা #ফজিলাতুননেছা #মুজিব, দুই বোন #শেখ_হাসিনা ও #শেখ_রেহানা এবং ছোট ভাই #রাসেল বন্দী ধানমন্ডির একটি বাড়িতে। এ বছরের ২৭ জুলাই জন্ম হয় শেখ হাসিনার জ্যেষ্ঠপুত্র #সজীব_ওয়াজেদ_জয় এর। মা, নানী খালা ও মামার সঙ্গে তিনিও বন্দি। জন্মের দিন থেকেই তিনি বন্দিজীবন! মুক্ত হন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পনের পর। বঙ্গবন্ধু মুক্ত স্বদেশে ফিরে আসেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি। এর সপ্তাহ দুয়েক যেতে না যেতেই পড়েছিল কোরবানীর #ঈদ।
0 Comments