Facebook Post: 2023-05-30T10:24:02

**মনে পড়ে, ৩০ মে? -বাংলাদেশের নির্বচনের ইতিহাসে সবচেয়ে কালো দিন। ১৯৭৭ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বচনের নামে জনগণের সাথে মসকরা করা হয়। (১) হ্যাঁ/না ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার চুরি করে জিয়াউর রহমান। (২) ২% ভোটার উপস্থিত না হলেও উপস্থিতির হার দেখানো হয় ৯০% এর বেশি। (৩) আর প্রদত্ত ভোটের ‘হ্যাঁ’ এর পক্ষে অর্থাৎ সামরিক স্বৈরশাসক জিয়ার পক্ষে দেখানো হয় ৯৮.৯%। (৪) আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানে বলা হয়েছিল, নির্বাচনে কোথাও কোথাও ১১০-১২০ শতাংশ ভোট পড়েছিল। **অথচ নির্লজ্জ বিএনপি এই জিয়া'কে দাবী করে গণতন্ত্রের উদ্ধারকর্তা। এ থেকেই তো আঁচ করা যায় বিএনপির অভিধানে গণতন্ত্রের সংজ্ঞা কীরূপ।

Comments

Popular posts from this blog

ভাড়াটিয়া-ভাড়াদার আইনের জটিলতা পার হওয়া: ভাড়াটিয়াদের জন্য একটি গাইড

একটি ভিত্তিহীন গুজব উড়িয়ে দেওয়া: বাংলাদেশী সাংবাদিকদের ফ্রেঞ্চ ভিসা প্রত্যাখ্যান করা হয়নি৷

অধ্যায় 2: বাংলায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন