"আমি জানি না কোন অপরাধে সব শেষ হয়েছে; আমি কারো কাছে ন্যায়বিচার চাইব না।"
ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের হিমঘরে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া চারজনের লাশ সারিবদ্ধভাবে পড়ে আছে। মিজানুর রহমান মর্গের বাইরে দাঁড়িয়ে খালি চোখে তাকিয়ে আছেন।
নিহতদের মধ্যে একজন তার স্ত্রী নাদিরা আক্তার (৩২) এবং অপরজন তার তিন বছরের ছেলে ইয়াসিন রহমান। মঙ্গলবার ভোর পাঁচটার পর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন। তারা পুরুষ। তাদের পরিচয় জানা যায়নি।
People of conscience should come forward to protest this heinous act of BNP-Jamaat.
Stand Against Terrorism
- #BNPTerrorist
- #StandAgainstTerrorism
- #BoycottBNP
Comments