Skip to main content

বিএনপিজামাতের_সহিংস_আন্দোলন_অব্যাহত

#বিএনপিজামাতের_সহিংস_আন্দোলন_অব্যাহত

#বিএনপিজামাতের_সহিংস_আন্দোলন_অব্যাহত

হারতাল সমর্থকরা আজ গাজীপুরে ককটেল হামলা করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪-১৫ জনের একটি হারতাল সমর্থক দল দুটি কভার্ড ভ্যানকে বাধা দিয়ে পেট্রোল ছিটিয়ে দেয়, গাড়িতে আগুন দেয়, ককটেল বোমা ফাটিয়ে পালিয়ে যায়।

#বিএনপিসহিংসতা #বিএনপিজামাতের_সহিংসতা #অবরোধ #বিএনপি_বয়কট

হালনাপালনকারী দলটির এমন সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল। তারা বলেন, এমন সহিংসতার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তারা জনগণকে সকল সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে, হারতালের কারণে দেশের বিভিন্ন স্থানে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। অনেক স্থানে দোকানপাট বন্ধ রয়েছে। যানবাহন চলাচলও বিরল।

Comments

Popular posts from this blog

How to Protect Your Intellectual Property Rights in Bangladesh

Banking Litigation and Dispute Resolution