দেওয়ানি মামলা চলাকালে দখলের হুমকির ক্ষেত্রে ১৪৬ ধারার প্রতিকার না চাওয়া
একই পদের মধ্যে দেওয়ানি মামলা বিচারাধীন অবস্থায় সিআরপিসির ১৪৬ ধারার মামলা করাকে যথাযথ বলা যায় না। দেওয়ানি মামলার কোন পক্ষকে যদি তার বিষয়ে হুমকি দেয়া হয় তবে তিনি দেওয়ানি আদালতের কাছ থেকে প্রতিকার চাইতে পারেন। সেই প্রতিকার ফৌজদারি আদালতের কাছ থেকে চাওয়া উচিত নয়, কারণ জমি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে দেওয়ানি আদালত চূড়ান্ত নির্ধারক। [সিরাজুল ইসলাম বনাম ফজলুল হক, ৪৭ ডিএলআর (১৯৯৫) ৪৮০ ]
0 Comments